সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:৪২ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি,পাবনা : পাবনা সদর পৌরসভার অন্তর্গত রাধানগর রথঘর থেকে সিংগা বাইপাস বিশ্বরোড পর্যন্ত রাস্তা মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।
পরিদর্শন কালে এমপি প্রিন্স বলেন, শেখ হাসিনা সরকারের নির্দেশনা মোতাবেক দেশের রাস্তা-ঘাট মেরামত কাজ চলছে, সেই সাথে রাস্তাগুলোও সম্প্রসারিত করা হচ্ছে।
যাতে করে মানুষের চলাচল ভোগান্তি হ্রাস পায়। তিনি আরো বলেন, মানুষের ভোগান্তি কমাতে যে সকল রাস্তার কাজ চলছে, সেই সকল রাস্তার গুনগত মান ঠিক রেখে সঠিক সময়ে সম্পূর্ন করতে হবে।
তিনি বলেন, পাবনার এই রথঘর রাস্তায় চলাচলকারী মানুষের অনেক ভোগান্তি পহাতে হয়েছে। এখনও ভোগান্তি শেষ হয় নাই। যত তাড়াতাড়ি সম্ভব গুনগত মান অক্ষুন্ন রেখে রাস্তাটির কাজ সমাপ্তি করতে কতৃপক্ষের নিকট আহ্বান জানান।
এ সময় পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com