সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙা আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরিনতি ঘটনোর পথিকৃত “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” শীর্ষক শ্লোগান সম্বলিত টিশার্ট পরে রাস্তায় মিছিলের নেতৃত্ব দানকারি নূর হোসেন সম্পর্কে ঔদ্ধত্যপর্ণ মন্তব্য করার প্রতিবাদে পাবনায় ঝড় বইছে।
পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারন সম্পাদক অধ্যাপক শহিদুর রহমান শহিদ, সিনিয়র সাংবাদিক পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, লায়ন আবুল মাসুদ লাল, পাবনার জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চন্নু,
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, শহীদ এম মনছুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ, নিউজ পাবনা ডটকম পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব প্রমূখ এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এবং সেই সাথে মিথ্যাচার করার কারণে মশিউর রহমান রাঙাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
© All rights reserved 2020 ® newspabna.com