বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:২২ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ (পাবনা) : ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভায় শিগগির পাবনায় ভেজাল বিরোধী অভিযান জোড়দার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আম লিচু, তরমুজ, বাঙ্গিসহ বিভিন্ন ফলে ফরমালিন বা কার্বাইড দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া প্রচন্ড গরমে আইসক্রীম ফ্যাক্টরীগুলো মনিটরিং করার জন্য বলা হয়। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মাহবুব উল আলম মুকুল, কনজুমার অ্যাসোসিয়শান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, রানা প্রপার্টিজ এন্ড ডেভলপারের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস, শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মির্জা একে শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো: শাসুল ইসলঅম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: মিজানুর রহমান, কলকারখানা পরিদর্শন বিভাগের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: মোরতাজা মোরশেদ, পাবনা পৌরসভার কাউন্সিলর ফরহাদ জোয়াদ্দার, শিক্ষক শবনব মঞ্জিলা খানম মিতাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সভার সঞ্চালনা করেন।
© All rights reserved 2020 ® newspabna.com