শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:০৮ পূর্বাহ্ন
রাজশাহীর বাঘায় শিবির নেতা আইয়ুব আলীর বাড়ি থেকে পাকিস্তানি পতাকা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমোদপুর গ্রামে তার বাড়ি থেকে এ পতাকা উদ্ধার করা হয়।
এসময় এক বস্তা বিভিন্ন ইসলামি বই ও দলীয় কুপন উদ্ধার করা হয়। যদিও পুলিশ এসব বইকে জিহাদি বই বলে দাবি করছে।
পুলিশ জানায়, আইয়ুব আলী উপজেলার আমোদপুর গ্রামের আজগর আলীর ছেলে ও রাজশাহী জেলা ছাত্রশিবিরের আরডি এবং বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় আইয়ুব আলী আমোদপুর গ্রামের নিজ বাড়িতে ১৫-২০ জনের একটি শিবির নেতার দল নিয়ে গোপন বৈঠক করছিলেন।
এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যান। পরে তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন প্রকার দুই শতাধিক ইসলামি বই, পাকিস্থানি পতাকা ও দলীয় কুপন জব্দ করা হয়।
বাঘা থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান সরকার যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবির নেতা আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে এক বস্তা জিহাদি বই, অর্থ আদায়ের রশিদ, দলে যোগদানের কুপন ও পাকিস্তানি পতাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
© All rights reserved 2020 ® newspabna.com