সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : নভেম্বর মাসের আজ ২৩ তারিখ। অন্যান্য বছর উত্তরের শহর পাবনাতে এই সময়ে অনেক শীত থাকলেও এবছর যেন আজ থেকেই শুর হলো শীত।
কারন গত ২দিন ধরে আকাশ কালো মেঘে ঢাকা ছিলো। দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগেই বলা হয়েছিলো রোববার (২২ নভেম্বর) থেকে বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এর পর তাপমাত্রা কমে শীতের দেখা মিলবে।
পাবনার আজকের তাপমাত্রা দেখে সেটাই মনে হয়েছে। দিনে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও সন্ধ্যার পর থেকেই এই শহরের পারদ যেন নামতে শুরু করেছে।
আবহাওয়াবিদেরা বলছেন, নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ফলে এখন থেকে উত্তরবঙ্গসহ সারাদেশেই শীত নামতে শুরু করেছে।
এ রিপোর্ট লেখার সময় গুগল আবহাওয়া পর্যবেক্ষণ বলছে, পাবনাতে এখন রাত ১২টায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
© All rights reserved 2021 ® newspabna.com