শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৭:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শহর প্রতিনিধি : শুক্রবার (২০ মে) পাবনায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সমকালীন ১৭ কবির কবিতা পাঠ ও কবি আড্ডা । বিকাল ৪.০০ টায় পাবনা প্রেস ক্লাবের ভি.আই.পি অডিটরিয়ামে জমে ওঠবে দেশের সমকালীন কবিদের কবিতা পাঠের আড্ডা ।
সৃজনশীল চিন্তা ও চেতনার ছোটকাগজ চৌকাঠ ও শীতলপাটির যৌথ উদ্দ্যোগে কবিদের সাহিত্য সম্মাননা-২০১৬ প্রদান করা হবে ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাববেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, প্রাবন্ধিক ও গবেষক শাকির সবুর, শিক্ষাবিদ ড.আব্দুল মজিদ, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ ও গল্পকার সমীর আহমেদ ।
কবিতা পাঠ করবেন সমকালীন ১৭ কবি ,সমকালীন ১৭ জন কবি হলেন-রাগীব হাসান, মাসুদার রহমান, শিবলী মোকতাদির, শামীম নওরোজ, অদ্বিত্ব শাপলা, লতিফ জোয়ার্দার, শামীম হোসেন, জাহিদ সোহাগ, অচিন্ত্য চয়ন, জুবায়েদ সুমন, মোখলেছ মুকুল, নজরুল ইসলাম মুকুল, সানাউল্লাহ সাগর, রেহানা সুলতানা শিল্পী, শফিক লিটন ও হাসনাইন হিরা ।
© All rights reserved 2020 ® newspabna.com