শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:৩২ অপরাহ্ন
পাবনা অফিস : পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মুকুল (৭০) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকায় নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহির রাজিউন)।
তিনি এক ভাই স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
জহুরুল ইসলাম মুকুল একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আজীবন সংগ্রামী মরহুম আমিনুল ইসলাম বাদশা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবির ছোট ভাই।
শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুম্মা আটুয়া ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হবে।
জহুরুল ইসলাম মুকুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা রিপোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com