সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১১:২৯ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার সরকারি শহিদ বুলবুল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, পাবনা প্রেসক্লাবের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও পাবনার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব প্রফেসর ফখরুল ইসলাম (৯০) বুধবার ভোর ৫টার দিকে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, দুই ছেলে ফাইজুল ইসলাম ও ফাহিমুল ইসলাম শোভন, দুই মেয়ে ডাক্তার ফারহানা ও ফারজানাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
বুধবার (০২ ডিসেম্বর) বাদ যোহর মিরপুর ডিওএইচএস’র কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ এক বিবৃতিতে প্রফেসর ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com