শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৪৪ অপরাহ্ন
ছেলের সঙ্গে জাহানারা বেগম
শহর প্রতিনিধি: পাবনার বিশিষ্ট সমাজসেবক, স্বাগতম চাইনিজ রেস্তোরাঁর মালিক, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও নিউইয়র্ক আওয়ামী লীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন বাচ্চুর স্ত্রী জাহানারা বেগম (৫৩) আর নেই। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাহানারা বেগম স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ এশা পাবনার শালগাড়িয়া এলাকার মালিগলি স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে শালগাড়িয়া কবরস্থানে দাফন করা হয়।
জাহানারা বেগমের মৃত্যুতে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, পাবনা চেম্বারের সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, ক্যাব সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com