বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:৪৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে জাকির হোসেন শেখ (২৭) নামের এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোলায়মান আলী।
স্থানীয়রা জানান, বোয়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ভ্যানচালক জাকির হোসেন একটি এনজিও থেকে কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ নেন। তারপর তিনি রিকশা চালাতে ঢাকায় চলে যান। গত মঙ্গলবার বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই এনজিওর লোকজন তার কাছে কিস্তি আদায়ের জন্য আসেন এবং তারা টাকার জন্য চাপাচাপি করতে থাকেন। পরে এনজিওর লোকজন জাকিরকে বিকেলের মধ্যে কিস্তির টাকা পরিশোধের সময় বেঁধে দিয়ে চলে যান। পরে বিকালে সবার অগোচরে ভ্যানচালক জাকির নিজ ঘরের দরজা আটকে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিলেন না। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাড়াশ থানায় খবর দেয়।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ বলেন, আমরাও ঘটনাস্থলে এসে লোকজনের কাছে থেকে জানতে পেরেছি কিস্তির টাকা দিতে না পারার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। আর তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
© All rights reserved 2021 ® newspabna.com