সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:৪৪ অপরাহ্ন
বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা টেবুনিয়া বাজারের ব্যবসায়ীদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে টেবুনিয়া বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি নজরুল ইসলাম ও কাজী শফিউল আলম স্বপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জন, দপ্তর সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার নাজমুল হক প্রমুখ। বক্তারা বহিরাগত সন্ত্রাসী কর্তৃক টেবুনিয়া বাজারের ব্যবসায়ীদের উপর হামলা ও মারপিটের ঘটনার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ২৮ মার্চ পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেবুনিয়া বাজারের ব্যবসায়ী আতাউর রহমান ও পুত্ররা বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে একই বাজারের ব্যবসায়ী তুর্কী ও জনৈক আলু ব্যবসায়ীর কর্মচারী আবু বককারকে পিটিয়ে রক্তাক্ত করে।
© All rights reserved 2020 ® newspabna.com