শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা: বীরমুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র বলেছেন, শুধুমাত্র আওয়ামীলীগের নেতাকর্মিরাই একমাত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেনি; মুসলিমলীগ বাদে তৎকালীণ অন্য রাজনৈতিক নেতাকর্মিদেরও মহান মুক্তিযুদ্ধে যথেষ্ট অবদান রয়েছে।
স্বাধীনতার ৫০ বছরে সবার অবদানের কথা না বললে বছর ব্যাপী এই সুবর্ণ জয়ন্তী অর্থহীন হয়ে পড়বে।
বুধবার (২৪ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়ায় ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র এ কথা বলেন।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও উচ্চ বিদ্যালয়ের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট. শামসুল হক টুকু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ঢাকা ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ড. আবু সাঈদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান শিলা প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিয়া খাতুন। এর আগে প্রধান অতিথি শামসুল হক টুকু এমপি এক কোটি টাকা ব্যায়ে নির্মিত বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয়তলা ভবন উদ্বোধন করেন।
পরে বিকেলে অন্তহীন ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
© All rights reserved 2021 ® newspabna.com