বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:৩২ অপরাহ্ন
সরকারী আদেশ উপেক্ষা, ধুলাউড়ি হাই স্কুলে পরীক্ষা
সাঁথিয়া প্রতিনিধি : শিক্ষা মন্ত্রনালয় ঘোষিত সকল মাধ্যমিক স্কুল, মাদরাসায় এক যোগে অর্ধ-বার্ষিকী পরীক্ষা নেয়ার আদেশ থাকলেও পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় এ আদেশকে মানছেন না।
উল্লেখ্য, সোমবার (১১ জুলাই) থেকে শিক্ষা মন্ত্রনালয় ঘোষিত সকল মাধ্যমিক স্কুল, মাদরাসায় এক যোগে অর্ধ-বার্ষিকী পরীক্ষা নেয়ার আদেশ দেন। সে নিয়মানুযায়ী উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় সকাল-বিকাল পরীক্ষা চলছে।
অথচ ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বাতেন মনগড়া আইন তৈরী করে আগামী ১৪ জুলাই হতে তিনি পরীক্ষা নিবেন বলে বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন।
সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন সোমবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে তা বন্ধ দেখতে পান। তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন এবং শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বাতেনের নিকট জানতে চাইলে তিনি সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। সময়মত পরীক্ষা না নেয়ায় অভিভাবকসহ সাঁথিয়ার শিক্ষাঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
© All rights reserved 2020 ® newspabna.com