সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:৪২ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি: সাঁথিয়ায় ব্র্যাকের ২ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত দু্ই ব্র্যাক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে ব্র্যাকের ডেমরা শাখার ম্যানেজার মিনারুল ইসলাম (৪০) ও মাঠ কর্মী মালা খাতুন (৩২) সাঁথিয়া উপজেলাধীন সোনাকান্দ গ্রামে মাসিক কিস্তির টাকা আদায়ের জন্য যান।
কিস্তি আদায়ের এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ম্যানেজার মিনারুল ইসলাম ও মাঠ কর্মী মালাকে কুপিয়ে গুরুতর আহত করে কিস্তি আদায়ের ২লাখ ১৫হাজার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সাঁথিয়া ব্র্যাক অফিসের এলাকা ব্যবস্থাপক আশরাফ ফারুকী খবর পেয়ে দ্রুত ধুলাউড়ি ফাঁড়ি পুলিশকে নিয়ে সোনাকান্দ গ্রামে যান এবং আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের অবস্থা আশংকজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা প্রস্তুতি চলছে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com