মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন
বেড়া প্রতিনিধি : মঙ্গলবার রাতে পাবনার সাঁথিয়ায় মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনায় ১৩ টি ছাগল, ২ টি ষাঁড় গরু ও ২ টি দোচালা টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। পৌর সদরের সাঁথিয়া কোনাবাড়িয়া গ্রামের হাবিবুর রহমান ও জাইদুলের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
জানা যায়, মঙ্গলবার (০২ মার্চ ) রাত ৮ টার দিকে কোনাবাড়িয়া গ্রামের জাইদুলের ও হাবিবুরের গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিট ধরে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়।
সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে এসে পৌঁছলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এতে ঘরে থাকা ১৩টি ছাগল, ২ টি ষাঁড় গরুসহ দোচালা ২ টি টিনের ঘর পুড়ে গেলে সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা আঃ মজিদ জানান, জাইদুলের ২ টি ষাঁড় গরু ও হাবিবুরের ১৩ টি ছাগল আগুনে পুড়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কেএম আবু হেনা রনি বলেন, খবর পেয়ে আমরা পৌঁছে দেখি এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
© All rights reserved 2021 ® newspabna.com