শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:১২ অপরাহ্ন
সাঁথিয়ায় গরুসহ ঘর পুড়ে ছাই
সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়ার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের দেবীপুর গ্রামের জুলাল প্রাং এর ছেলে ইয়াকুব আলীর গোয়াল ঘরে আগুন লেগে গরুসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (০৮ আগষ্ট) রাত প্রায় দেড়টার দিকে ইয়াকুব আলীর গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
এ সময় ইয়াকুবের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে গোয়ালে থাকা ২টি গরুসহ ২টা ঘর সম্পুর্নভাবে ভস্মিভূত হয়।
ইয়াকুব আলী জানান তার গোয়ালের গরু ও অন্য ঘরে রাখা পেয়াজ, রসুনসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৯ আগষ্ট) দুপুরে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আঃ বারীসহ স্থানীয় নেতৃৃবন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
© All rights reserved 2020 ® newspabna.com