বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:০৫ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় জোরপূর্বক জমি দখল নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভাড়াটিয়া লোকজন নিয়ে বাঁশের ঝাড় কেটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খয়েরবাড়িয়া গ্রামে।
জানা যায়, উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের হাছেন আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে সাকেন মোল্লার প্রায় ৩.৪৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
ওই জমি প্রতিপক্ষ সাকেন মোল্লা দাবী করে তার ওয়ারিশগণ মামলা করেন। বিজ্ঞ আদালত ওই জমি হাছেন মোল্লা ও তার ওয়ারিশদের নামে রায় দেন। পুনরায় সাকেন মোল্লা ওই রায়ের বিপক্ষে সানি মামলা করলে সেটাতেও হাছেন মোল্লার পক্ষে রায় দেন আদালত।
রায় পেয়ে হাছেন তাদের ওয়ারিশদের মাঝে বাটোয়ারা করেন এবং যথারীতি খাজনা খারিজ সম্পন্ন করে ভোগ দখল করে আসছেন। এ নিয়ে তৃতীয়বার সাকেন মোল্লা পুনরায় সানি বিবেচনার আবেদন করেন।
এ আবেদন নিস্পত্তি না করেই মঙ্গলবার সাকেন প্রায় ৪০-৫০জন ভাড়াটিয়াদের নিয়ে ওই জমি দখলের চেষ্টা করে এবং বাঁশ ঝাড় কাটতে থাকে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাড়াটিয়াদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।
হাছেন মোল্লার ওয়ারিশ আব্দুল মালেক বলেন, আমরা ওয়ারিশগণ আদালতের রায় পেয়ে ওই জমির খাজনা খারিজ দিয়ে ভোগ দখল করছি। অথচ তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে জমি দখলের চেষ্টা করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিবদমান দুগ্রুপের জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
ঘটনাস্থল থেকে ৭টি মটর সাইকেল আটকের বিষয়ে বলেন, কে বা কারা কোন কারণে মোটরসাইকেল নিয়ে এখানে এসেছিল বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com