শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন
পাবনার সাঁথিয়া উপজেলার বৈরাগী সোনাতলায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও কার্তুজসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) পাবনা ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম উপজেলার বৈরাগী সোনাতলার রিয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সাঁথিয়া উপজেলার বৈরাগী সোনাতলায় অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন, এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালায় ৠাব। এ সময় সন্দেহজনকভাবে শফিকুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি একনলা একটি বন্দুক, চার রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
আটক শফিকুল অবৈধ অস্ত্র দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় চাঁদাবাজি করতো। শফিকুলের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
© All rights reserved 2021 ® newspabna.com