শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৩:৩২ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি : পাবনায় সাঁথিয়ায় আতিক হোসেন রতন বীর মোজাহিদ (২৪) নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টিটেররিজম ইউনিটের চৌকস দল।
গেফতারকৃত বীর মোজাহিদ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে।
বাংলাদেশ পুলিশ এন্টিটেররিজম ইউনিটের এক প্রেস রিলিজে জানানো হয়, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে আতিক দীর্ঘদিন যাবৎ অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার এ অপতৎপরতা জানতে পেরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে খয়েরবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে এন্টিটেররিজম ইউনিটের সদস্যরা।
এ সময় তার নিকট থেকে একটি মোবাইল সেট ও ৬টি উগ্রবাদী বই জব্দ করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com