শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:৩৮ অপরাহ্ন
আরিফ খাঁন, বেড়া, পাবনা : পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আলহাজ শেখ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হচ্ছেন, নিহতের ভাই জেল হক শেখ (২০), একই গ্রামের মতিউর
রহমান (৩০), রবিউল ইসলাম (২৫), আব্দুল বাতেন (৩৭), আব্দুল
খালেক (১৯)। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবস্থা আশংকাজনক হওয়ায় মতিউর রহমানকে এবং লাশ দেখে
স্ট্রোক করা খালেককে পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের নাম আলহাজ শেখ। তিনি উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের মানিক শেখের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরবেশ শেখের নাতি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গৌরীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে শরবেশ শেখ ও মোসলেম মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলেছিল।
গত সোমবার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শরবেশ শেখ সভাপতি নির্বাচিত হন। এতে ক্ষুব্ধ হন মোসলেম মাস্টার ও তার সমর্থকরা।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে নবনির্বাচিত সভাপতি শরবেশ শেখ গ্রুপের লোকজন ঘুঘুদহ পূর্বপাড়া মাঠে কাজ করতে গেলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় মোসলেম মাস্টার গ্রুপের লোকজনের।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলহাজ শেখ ফালাবিদ্ধ হন। গুরুতর আহত হন কয়েকজন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলহাজকে মৃত ঘোষণা করেন। গুরুতর পাঁচজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফালাবিদ্ধ হয়ে একজন মারা যান।
ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে মোসলেম মাস্টারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com