বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৪:০১ অপরাহ্ন
ফাইল ছবি
সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাজা ব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ১২পিস ইয়াবা ও ১২ পুড়িয়া গাজা উদ্ধার করা হয়। সাঁথিয়া থানা পুলিশ জানায় শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাশিনাথপুর গ্রামের ইনু শেখের ছেলে এরশাদ (৩৫), আজাহারের ছেলে সবুজ (২৫), মৃত ভাদু চৌকিদারের ছেলে সুজন চন্দ্র দাস (২৫), কাজুরিয়া গ্রামের মৃত পলাশ শেখের ছেলে নবী শেখ (৫০), গোটেংরা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে রিপন (২৫), সাঁটিয়াকোলা গ্রামের মৃত ফয়েজের ছেলে আলম (৪০) ,মিয়াপুর গ্রামের শামসুলের ছেলে রাজা (৩৫) ও আমিনপুর থানাধীন টাংড়ী গ্রামের ছাত্তারের ছেলে রাজ্জাক (৩৫)।
গতকাল রোববার (২১ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com