শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:৪৭ অপরাহ্ন
ছবির সংবাদ
সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত পুরো ইছামতি নদী কচুরিপানা গ্রাস করে রয়েছে।
লোকজন এখন আর এ নদীর পানি ব্যবহার করতে পারেনা। তবে খড় ও কাঁচা ঘাসের চড়া মূল্যের কারণে গত ৫/৬ বছর ধরে এ নদীর পার্শ্ববর্তী গ্রামের লোকজন নদীর কচুরিপানা সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছে।
বর্তমানে ঐতিহ্যবাহী এই নদীতে পর্যাপ্ত কচুরিপানার পাশাপাশি কলমিলতাও গজিয়ে উঠেছে।
তাই এখন কচুরিপানার পরিবর্তে অনেকেই এই কলমিলতা সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছে।
এটি কচরিপানার চেয়ে অধিক পুষ্টিকর গোখাদ্য। কলমিলতার ডাটা ও শাক মানুষের জন্যও ভাল সবজি।
পাবনার সাঁথিয়া উপজেলার খানমামুদপুর গ্রাম থেকে ছবিটি নেয়া হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com