সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন
সাঁথিয়া প্রতিনিধিঃ আজ শুক্রবার বেলা ১১টায় পবনার সাঁথিয়ায় “স্বপ্ন সোপান” এর উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বোয়াইলমারী কামিল মাদরাসার মাওলানা আব্দুল আজিজ হলরুমে আফতাবনগর মোমিনিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মতিনের সভাপতিত্বে ও নুর এ মামুন সাকিলের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান।
এ সময় আর বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক হাফিজুল কবির, প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, বোয়াইলমারী কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।
প্রধান আলোচক ছিলেন সাঁথিয়া মহিলা ডিগী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
পরে ২৯ জন মেধাবী গরীব শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।
© All rights reserved 2021 ® newspabna.com