শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:৫২ পূর্বাহ্ন
সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা পেশাদারী মাদক ব্যবসায়ী।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানা পুলিশ উপজেলার তলট বাজার থেকে ৩০ পুড়িয়া গাঁজাসহ বেড়া উপজেলার নতুন পেঁচা কোলা গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে রানা (২৪) কে গ্রেফতার করেন।
তার দেওয়া তথ্যমতে গাঁজা ব্যবসায়ী সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে মোশারফ হোসেন(৫৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই রাতেই আটক করা হয়।
অপর দিকে একই রাতে উপজেলার পাটগাড়ী নামক স্থান থেকে পুলিশ চেক পোষ্ট বসিয়ে বেড়া সান্নিলা গ্রামের চাঁদ আলীর ছেলে আ: সাত্তার(৪৫) ও ইউসুবের ছেলে সোহেল রানা ওরফে পাভেল (২৬) কে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদেরকে বুধবার দুপুরে পাবনা আদালতে প্রেরন করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, আটককৃতরা সবাই পেশাদারী মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় বেড়া ও সাঁথিয়া থানা পুলিশের হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে পূনরায় ব্যবসা শুরু করে। তাদের বিরুদ্ধে বেড়া, সাঁথিয়ায় মামলা রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com