মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:১৬ অপরাহ্ন
সাঁথিয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
সাঁথিয়া প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আটিয়াপাড়া গ্রামে জমির আইলের কাছে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
সাইফুল ইসলাম উপজেলার আটিয়াপাড়া গ্রামের নুরুল সরদারের ছেলে।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ির সামনে জমির আইলের কাছে থাকা গাছ কাটার সময় একই গ্রামের শাজাহানের ছেলে জাহাঙ্গীর বাধা দেয়। এতে ঝগড়া বেধে যায়।
ঝগড়া এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় জাহাঙ্গীর কোদাল দিয়ে সাইফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় সাইফুল।
আহত সাইফুলকে গোপালনগর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। অবস্থা আশংকজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে মারা যায়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com