মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
সাঁথিয়ায় চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই
সাঁথিয়া প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নাড়িয়াগোদাই বাজারে ঘটনাটি ঘটেছে ।
অটোভ্যান চালক ফজলুলের (১৮) বাড়ি পাবনা জেলার আতাইকুলা ইউনিয়নের কাছারপুর গ্রামে। তার পিতার নাম মধু প্রাং বলে জানাগেছে।
শনিবার (১৯ নভেম্বর) জ্ঞান ফিরে ফজলুল জানায় গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে অপরিচিত ২জন লোক আতাইকুলা বাজার থেকে ধুলাউড়ি যাওয়া এবং আসার কথা বলে ভাড়া নিয়ে রওয়ানা দেয়।
ধুলাউড়ি বাজার পেয়েও তারা ভ্যান থেকে না নেমে সামনে বাজারে নামবো বলে নাড়িয়াগোদাই বাজারে নিয়ে ফজলুলকে জুস খাওয়ায়। শীত লাগার কথা বলে ফজলুলকে ভ্যানগাড়ীতে বসায় বলে জানায় ফজলু। এরপর থেকে আর কোন কিছু মনে করতে পারছে না সে। তবে অটোভ্যান গাড়ি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।
শুক্রবার রাত ৮টার দিকে সাঁথিয়ার দৌলতপুর মিয়াপাড়া রাস্তার পাশে ফজলুলকে অচেতন পরে থাকতে দেখে এলাবাসী সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।
সাঁথিয়া হাসপাতালের ডাক্তার জয়নুল আবেদীন শনিবার সকালে জানান, রোগী এখন আশংকামুক্ত তাকে চেতনা নাশক কিছু খাওয়ানো হয়েছিল।
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে ঈশ্বরদীতে একই কায়দায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ওই অটো ভ্যান চালক নিখোঁজের প্রায় ১৮ দিন পর একটি হলুদ বাগান থেকে অটোভ্যান চালক শান্ত’র মৃতদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
© All rights reserved 2020 ® newspabna.com