শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:০৭ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি : আগামী ২৮ মে ৫ম ধাপে পাবনার সাঁথিয়া উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার (২২ মে) ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যথাক্রমে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি মনিরুজ্জামান, নির্বাচন কমিশনের মহা-পরিচালক খোন্দকার মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা।
আরো বক্তব্য দেন, অফিসার ইনচার্জ (ওসি) সাঁথিয়া নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি) আতাইকুলা আব্দুল রাজ্জাক, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা ও চেয়ারম্যান প্রার্থীগণ।
মত বিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, মশাল ও স্বতন্ত্র প্রার্থীগন একে অপরের বিরুদ্ধে হত্যার হুমকি, কর্মীদের উপর হামলা, ভয়ভীতি প্রদান, পোষ্টার ছেঁড়া, ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি, প্রকাশ্যে টেবিলের উপর ভোট প্রদানসহ নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস প্রদান করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com