শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:১৭ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়ায় রাষ্ট্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে জামাতের তিন নেতাকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
বুধবার (১৫ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়ন ৮নং ওয়ার্ড জামাতের সভাপতি চরমাছখালী গ্রামের শাহজাহান আলী (৪৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে একই উপজেলার আতাইকুলা থানা পুলিশ উপজেলার ভৈরবপুর গ্রামের বাসিন্দা বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাত নেতা আমজাদ হোসেন (৫০) কে ও আতাইকুলা গ্রামের জামাত নেতা আব্দুল্লাহ আল মজনুকে (৪৫) রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে । তারা সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে লিফলেট ছেড়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার কাজ করছে ।
© All rights reserved 2020 ® newspabna.com