সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:৫৮ অপরাহ্ন
মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ সাতজন আহত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সোনাতলা গ্রামে আলম প্রাং এর ছেলে মিজানের সাথে মিরাজুল ইসলাম প্রাং এর ছেলে রেজাউলের অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত বুধবার(০৮ জুলাই) রেজাউলের বালির ট্রাক নিয়ে যাওয়ার সময় সড়কের উপর পড়ে থাকা মিজানের একটি বাঁশ ট্রাকের চাকায় পিষ্ট হয়। এ নিয়ে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
ওই দিনের ঘটে যাওয়া বিবাদের মীমাংসার তারিখ নির্ধারণ করা হয় বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যায়।
এরই প্রেক্ষিতে আজ শুক্রবার সকালে ওই বিষয়ে জ্ঞিাসাবাদের জন্য মিজানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রেজাউলের বাবা মিরাজুল প্রাং।
এ সময় রেজাউলের সাথে কথা কাটাকাটি হয় মিজানের।
এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে মহিলাসহ সাতজন গুরুতর জখম হয়।
তাদের স্বজনেরা আহতদের উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলো রেজাউল (৪০), মনিরুল (৩৬), লাদেন (১৫), ফরিদা (৪০), ছানো (৫০), শামীম (১৬), রতন (২৩)।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
© All rights reserved 2020 ® newspabna.com