মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ময়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ মার্চ) দুপুরে মারা গেছেন।
এ ঘটনায় আহত আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে কাশীনাথপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ময়নাল গ্রুপ ও সন্তোষ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ধনেগাছি বাজার সংলগ্ন এলাকায় এ দুই দ্রুপের লোকজনে মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সন্তোষ দ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ময়লাল (৫৫) ফারুক (৩০), মকবুলকে (৪২) কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ময়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ময়নাল মারা যান।
এদিকে, তার মৃত্যুর খবর শোনার পর শুক্রবার সকালে ময়নাল গ্রুপের লোকজন সন্তোষ গ্রুপের লোকজনের বাড়িতে লুটপাট চালায় বলে জানা গেছে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ লুট হওয়া মালামালের মধ্যে ১২টি গরু ও একটি ট্রাক্টর উদ্ধার করেছে এছাড়াও এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
© All rights reserved 2020 ® newspabna.com