বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৬:৩৮ অপরাহ্ন
সাঁথিয়া থানা
সাঁথিয়া প্রতিনিধি: সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ শিবির কর্মীসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে আটক করেছে।
গত সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে ৫ পতিতা, ২ খদ্দের ও ইয়াবা ব্যাবসীকে ইয়াবাসহ গ্রেফতার করে তারা।
গ্রেফতারকৃতরা ৩ শিবির কর্মী হলো সাঁথিয়া উপজেলার ঘুঘদহ গ্রামের মোজাহারের ছেলে গোলাম মোস্তফা (৩৫), একই গ্রামের মোসলেমের ছেলে মজনু (৩৮), বিষ্ণবাড়িয়া গ্রামের সামাদের ছেলে মিজান (৩৫)।
অপরদিকে উত্তর শোলাবাড়িয়া গ্রামের আঃ কাদেরের ছেলে রেজাউল করিম (৩৫) কে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন জানান উপজেলার ইছামতি নদীর মধ্যে প্রমোদতরী থেকে বগুড়া জেলার ছইমুদ্দিনের মেয়ে সুমনা (২২), নাটোর সিংড়ার হানিফের মেয়ে রিয়া (১৮), চারঘাট কালারীপাড়ার সামাদের মেয়ে প্রেমা (১৫), সিরাজগঞ্জ জেলার মাঝদক্ষিনা গ্রামের তবিবরের মেয়ে বেগম (২৫), কুষ্টিয়া ভেড়ামারার নওশেরের মেয়ে শিলা (২২) নামে ৫ পতিতাকে গ্রেফতার করা হয়।
এসময় পতিতাদের খদ্দের হিসেবে মাগুড়া জেলার সালামের ছেলে মান্নান (৪০), শাহজাদপুর বাজারঘাট গ্রামের তালেবের ছেলে আশরাফ (৩৫) কে গ্রেতার করা হয়।
অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার পন্ডুরিয়ার সামাদের ছেলে মইনুল (৪২), চকপাটা গ্রামের কাদেরের ছেলে জাহিদুল (৩৫), কাশিনাথপুর গ্রামের আজাদের ছেলে লুৎফর (৫০) কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com