সাঁথিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম(১৩) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
সে সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং পৌরসভাধীন পিপুলিয়া গ্রামের সানোয়ার হোসেন সালো মল্লিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৯ জুলাই) শরিফুল বিদ্যালয় থেকে অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে সাঁথিয়া বাজারস্থ সম্পর্র্কে নানা আজিবর আজমের বাড়িতে বেড়াতে যায়।
সেখানে সবার অজান্তে আমড়া পাড়তে বাসার ছাদে উঠে। এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া গাছের আড়ালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার সারা শরীর পুড়ে যায়।
মুমূর্ষ অবস্থায় স্বজনেরা চিকিৎসার জন্য তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সারে ৮টার দিকে সে মারা যায়।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় সাঁথিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় বাবা-মা আত্মীয় স্বজন, শিক্ষক ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।