রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:২৮ অপরাহ্ন
ফাইল ফটো
সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখার এস আই মোবারক পারভেজ অভিযান চালিয়ে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী আল্লেক মন্ডল (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অপর দিকে সাঁথিয়া থানা পুলিশ বিভিন্ন মামলায় ঘুঘুদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আঃ রশিদ(৫৫),মৃত মনছের আলীর ছেলে আঃ আজিজ (৪০),আঃ রশিদের ছেলে তোজাম( (২৫), পুরানচর গ্রামের মৃত মেছের প্রামানিকের ছেলে জিয়া (৩০) ও আঃ গনি(৩৩)কে গ্রেফতার করেছে।
© All rights reserved 2020 ® newspabna.com