শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:৩১ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধি : আজ বুধবার (১৫ মার্চ) সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরাফাত রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহামন।
ভোক্তা অধিকার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামানিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, অধ্যাপক আব্দুদ দাইন, বোয়াইলমারী বাজার বণিক সমিতির সভাপতি আঃ সামাদ মোল্লা, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com