শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৫৭ অপরাহ্ন
সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, জরিমানা
সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৭ আগস্ট) ভোররাতে সাঁথিয়া উপলোধীন ধোপাদহ দুধ শীতলীকরণ কারখানায়।
কারখানার মালিক ও ধোপাদহ গ্রামের মুত আঃ কাদেরের ছেলে রোকনউজ্জামান (৩৫) কে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অপরদিকে, দত্তপাড়া গ্রামের মৃত বাহাদুর খার ছেলে আব্দুর রশিদ (৩৫) কে ২ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
এদের দুজনকেই ভেজাল দুধ তেরী করা অবস্থায় আটক করে র্যাব-১২,পাবনা ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে অভিযান চালায় র্যাব-১২,পাবনা।
এসময় কারখানা থেকে ২০০ কেজি ভেজাল দুধ, ৪০ কেজি সোয়াবিন তেল, ২ কেজি কেমিক্যাল পাউডার উদ্ধার করে র্যাব।
পরে ভ্রাম্যমান আদালত ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ।
© All rights reserved 2020 ® newspabna.com