মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৫১ অপরাহ্ন
ফাইল ফটো
সাঁথিয়া প্রতিনিধি : ঔষধ প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাঁথিয়ায় দু’টি ঔষধের দোকান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে আদাত। সোমবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ নাদিম সরওয়ার। একই সময় বাজারে অবস্থিত অন্যান্য ঔষধের দোকানেও হানা দেয় ভ্রাম্যমান আদালত।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাদিম সরওয়ার ও পাবনা জেলা ঔষধ প্রশাসন কে এম মহসীনিন মাহবুব সঙ্গীয় ফোর্সসহ আকস্মিক অভিযান চালিয়ে সাঁথিয়া থানা চত্বর হাসপাতাল গেটের সামনে মাষ্টার মেডিক্যাল হলকে ৮ হাজার টাকা ও পাশ্ববর্তী মালিহা ড্রাগ হাউসকে ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ঔষধের ব্যবসা করে অথচ ড্রাগ লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়। পাবনা জেলা ঔষধ তত্বাবধায়ক কে এম মহসীনিন মাহবুব জানান, পাবনা জেলার অনেক ঔষধের দোকানের ড্রাগ লাইসেন্স নবায়ন নাই এবং লাইনেন্স ছাড়াও অবৈধ দোকান রয়েছে। ঔষধ প্রশাসনের পক্ষ হতে সকল বাজারে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত অব্যহত থাকবে।
© All rights reserved 2020 ® newspabna.com