শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার সাঁথিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে মোবাইল ফেনে ডেকে নিয়ে নাজমুল (২৭) নামে এক আ’লীগ নেতাকে লোহার রড দিয়ে খুচিয়ে খুচিয়ে, অন্ডকোষে আঘাত করে হত্যার ঘটনায় প্রধান আসামী সহপাঠী শাকিলের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
হত্যার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের নাম বলেছেন স্বীকারোক্তিতে।
গত বুধবার শাকিলকে প্রধান ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে নিহত নাজমুলের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ জানান, জুয়া খেলায় হেরে গিয়ে নাজমুলের নিকট টাকা ধার চায় শাকিল।
এতে নাজমুল দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হত্যা করে। তবে শাকিল একা নাজমুলকে হত্যা করেনি। তার সঙ্গে আরও কয়েকজন ছিল।
মামলার তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
নিহতের ভাই আসাদুল বলেন, আমি নিশ্চিত যে আমার ভাইকে শাকিল একা হত্যা করেনি। কারণ সে আমার থেকে শারিরিকভাবে শক্তিশালী ছিল। তাকে কয়েকজন মিলে হত্যা করেছে।
আদালতে ১৬৪ ধারায় শাকিল তার জবানবন্দীতে সব বলেছে। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের নিকট আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানাই।
প্রসঙ্গত, পাবনার সাঁথিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে গত সোমবার রাতে শশদিয়া গ্রামে আব্দুল মজিদের ছেলে নাজমুল (২৭) নামে এক আ’লীগ নেতাকে লোহার রড দিয়ে খুচিয়ে খুচিয়ে, অন্ডকোষে আঘাত করে হত্যা করে শাকিল ও তার সহযোগীরা।
নিহত নাজমুল পৌরসভাধীন শশদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও আ’লীগের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক ছিল।
© All rights reserved 2021 ® newspabna.com