বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন
রবিউল ইসলাম নামে এক পাষন্ড স্বামী তার স্ত্রী সুমাইয়া আকতারকে (১৯) পিটিয়ে মারাত্মক জখম করেছে।
ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামে।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার সাতবিলা গ্রামের বাছেদের মেয়ে সুমাইয়ার সাথে হলুদঘর গ্রামের মৃত রেজাউল প্রাং এর ছেলে রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমাইয়াকে বিভিন্ন অজুহাতে সে নির্যাতন চালাত। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেদম মারপিট করে।
এক পর্যায়ে শ্বাসরোধ করার চেষ্টা করলে সে তার হাতে কামড় দিয়ে পার্শ্ববর্তী জনৈক কাদেরের বাড়িতে আশ্রয় নেয়। মারাত্মক মারপিটে তার চোখসহ সারা শরীর জখম হয়। পরে তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শুক্রবার সকালে সাঁথিয়া থানায় তার মা মর্জিনা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে।
© All rights reserved 2020 ® newspabna.com