সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৭:৫০ অপরাহ্ন
সাঁথিয়া প্রতিনিধিঃ ৫ম ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার (২৫ মে ) পাবনার সাঁথিয়া উপজেলায় অনুষ্ঠিত ৯ টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হিসেবে আ’লীগ ৭টিতে, বিএনপি ১টিতে ও আ’লীগ বিদ্রোহী ১টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বে-সরকারী ভাবে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন নাগডেমরা ইউনিয়নের আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম।
ভুলবাড়িয়া ইউনিয়নে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে ইউনুস মাষ্টার বিজয়ী হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রহমান।
ধুলাউড়ি ইউনিয়নে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে জরিপ আহম্মেদ মাষ্টার বিজয়ী হয়েছেন। তার নিকটম জামায়াত মনোনিত (স্বতন্ত্র) প্রার্থী আব্দুস সালাম।
ধোপাদহ ইউনয়নে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে সালাউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তার নিকটতম আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে মোকছেদ আলম।
নন্দনপুর ইউনিয়নে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে রবিউল ইসলাম লিটন মোল্লা বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে শফিকুল ইসলাম।
আর-আতাইকুলা ইউনিয়নে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে আলহাজ্ব কোরবান আলী বিজয়ী হয়েছেন। তার নিকটতম আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবল আলম বাচ্চু ।
ক্ষেতুপাড়া ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী মনসুর আলম পিনচু বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে আবুল কাশেম কাশু ।
গৌরীগ্রাম ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে (স্বতন্ত্র) জয়নাল আবেদীন বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত মনোনিত ঘোড়া প্রতীকে আব্দুল্লাহ বাবু।
কাশিনাথপুর ইউনিয়নে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে মীর মঞ্জুর এলাহী বিজয়ী হয়েছেন । তার নিকটতম বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে ইদ্রিস আলী মুন্সি।
© All rights reserved 2020 ® newspabna.com