সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:২৫ অপরাহ্ন
সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উৎসব
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উৎসব আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে স্কুলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুর রহিমকে সভাপতি করে গঠিত ‘শতবর্ষ উদযাপন কমিটি ইতিমধ্যে কাজও শুরু করেছে।
কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, উৎসবে অন্ততপক্ষে ১০ হাজার প্রাক্তন ছাত্রের অংশগ্রহন যাতে নিশ্চিত করা যায় সেভাবেই তাঁরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এদিকে ঢাকায় গঠিত সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি’র আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান সম্প্রতি ঈশ্বরদী এলে শতবর্ষ উদযাপন কমিটির লোকজনের সাথে এসব নিয়ে আলাপ-আলোচনা করেন।
এরই এক পর্যায়ে উদযাপন পরিষদ একটি রিকসা র্যালী বের করে ঈশ্বরদী শহর প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com