সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক : যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র যানজট। আজ সোমবার (৪ জুলাই) বিকেল ৫টা থেকে এ যানজট দেখা দেয়।
যানজটের ফলে রাজধানী থেকে বেরিয়ে এই পথে আটকা পড়েছে শত শত যানবাহন। যার অধিকাংশই উত্তরবঙ্গগামী। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো হাজারো মানুষ।
ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেলেও সারাদিনই যানজটমুক্ত ছিল শিল্পাঞ্চল খ্যাত সাভার ও আশুলিয়া। কিন্তু বিকেলের পর যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট বাড়তে থাকে।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে হেমায়েতপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে বর্তমানে যানবাহনের লম্বা সারি রয়েছে। হেমায়েতপুরের বাসস্ট্যান্ড পার হয়ে ফুলবাড়িয়া পর্যন্ত কিছুটা পথ ধীর গতিতে পার হওয়া গেলেও ফুলবাড়িয়া থেকে থেমে যাচ্ছে গাড়ির গতি।
অন্যদিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক বাসস্ট্যান্ড থেকে বড় আশুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ কিলোমিটার সড়কেও রয়েছে তীব্র যানজট। নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড ও বাইপাইল ত্রিমোড়েও ধীরগতিতে চলছে যানবাহন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বিকেলের পর যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ, আর্মড পুলিশ, ট্রাফিক পুলিশ ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা কাজ করছে। কিছু সময়ের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় আসবে মহাসড়কগুলো।
© All rights reserved 2020 ® newspabna.com