প্যারাডাইস নামে চতুর্থ উপন্যাসের জন্য সাহিত্যে নোবল পেয়েছেন আবদুল রাজাক গুরনাগ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুইডিশ একডেমি নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।
আবদুল রাজাক গুরনাহ সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক। তানজানিয়ান ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ ১৯৪৮ সালে জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন। এরপর থেকে তিনি যুক্তরাজ্য ও নাইজেরিয়ায় বেড়ে ওঠেন।
তিনি বর্তমানে যুক্তরাজ্যে থাকেন এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ান। তিনি ইংরেজিতে লেখেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হলো প্যারাডাইস, যা ১৯৯৪ সালে বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল।