শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:২৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীনের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা স্থানীয়দের বরাদ দিয়ে জানান, দুপুরে তিনি হার্ডপয়েন্ট এলাকায় এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তিনি যমুনার পাড়ে গিয়ে মাথায় নিজেই পানি দিতে থাকেন। এ সময় হঠাৎ নদীতে পড়ে যান এবং পানিতে তলিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ বলেন, তিনি বেশ কিছু দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সকালে অফিসে এসে দুপুরের আগেই হঠাৎ চলে যান। দুপুরের পর আর তিনি অফিসে ফিরেননি।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ. শাহেদ আলী জানান, আমি সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে গত প্রায় এক সপ্তাহ থেকে ছুটিতে ছিলাম। ওনার মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসছি। তার মৃত্যুর বিষয়ে ঠিক আমি কিছু জানি না।
ফারহানার স্বামী জাকির হোসেন বলেন, আমার স্ত্রী দীর্ঘ দিন ধরে সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগের রোগী ছিলেন। তার মৃত্যুর সঠিক কারন জানি না। পুলিশ ও সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরাও লাশ নিতে সিরাজগঞ্জ আসছি।
© All rights reserved 2021 ® newspabna.com