বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১১:৪০ অপরাহ্ন
সুজানগরে অন্ধ যুবতীর আত্মহত্যা
সুজানগর সংবাদদাতা : পাবনা জেলার সুজানগর উপজেলার চরমানিকদীর গ্রামে গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চম্পা খাতুন (২২) নামে এক অন্ধ যুবতী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মন্তাজ শেখের মেয়ে।
সুজানগর থানা পুলিশ জানায়, চম্পা জন্মের ৭বছর পর অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্ধত্ববরণ করে। আর অন্ধত্বের কারণে সে সংসারে কোন কাজ-কর্ম করতে পারতনা। এমনকি অন্ধ হওয়ার কারণে তার বিয়ে দেওয়াও সম্ভব হচ্ছিলনা।
একারণে মাঝে মধ্যেই চম্পাকে তার বাবা-মায়ের গালমন্দ শুনতে হত। গত বুধবার সন্ধ্যায়ও তার বাবা-মা তাকে গালমন্দ করে।
এতে সে মনের কষ্টে বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে সুজানগর থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com