বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন
সুজানগরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা : সুজানগরের দুলাই ডা: জহুরুল কামাল কলেজ জাতীয় করনের চুরান্ত তালিকা থেকে বাদ পড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (১৮ জুলাই) পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শণ করে। এসময় সড়কের দুই দিকে যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা চরম দূর্ভোগে পরে।
বিক্ষোভ শেষে এক পথ সভায় বক্তব্য দেন কলেজের শিক্ষক ইমরান খান তিনি বলেন ডা: জহুরুল কামাল ডিগ্রি (অনার্স) কলেজ জাতীয় করনের সকল শর্ত পুরন করার পরেও চুরান্ত তালিকা থেকে বাদ পড়ায় আমরা ক্ষুব্ধ।
মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের দাবি ডা: জহুরুল কামাল কলেজ জাতীয় করনের প্রয়োজনীয় ব্যাবস্থা তিনি নিবেন।
© All rights reserved 2020 ® newspabna.com