বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১১:০৮ অপরাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার সুজানগরে গত বুধবার আরো তিনজন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখা দাঁড়ালো ৩৮জনে।
সর্বশেষ আক্রান্তরা হলেন চরসুজানগর গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে তোফাজ্জল হোসেন মন্ডল (৬৫), মোসলেম উদ্দিনের স্ত্রী জলি খাতুন (৪০) ও দুলাই গ্রামের আব্দুল জলিলের ছেলে রুহুল আমীন (৫০)।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়ার পাশাপাশি তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, শরীরে করোনার উপসর্গ পাওয়ায় গত সপ্তাহে ওই তিন ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত বুধবার রাতে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহেল বাকি জিসান জানান, আক্রান্তদের বাড়ি লকডাইন করা ছাড়াও ওই তিনটি পরিবারের ১৩সদস্যের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেই সঙ্গে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নজরদারিতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
© All rights reserved 2020 ® newspabna.com