বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:৩২ অপরাহ্ন
ফাইল ফটো
পাবনা জেলা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দু’টি দোকান ও একটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে সুজানগর পৌরসভার সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম এবং উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওহাব পক্ষের মধ্যে ২ ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পক্ষের সাথে পৌর মেয়র আব্দুল ওহাব পক্ষের বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় সুজানগর পৌরসভার সামনে রাস্তার এক পাশে কাশেম গ্রুপ ও অপর পাশে ওহাব গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের কিছু সময় পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতংক সৃষ্টি হলে পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
সংঘর্ষ চলাকালে উপজেলা গেটের সামনে দু’টি দোকান ও একটি বাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশি ঝামেলা এড়াতে আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, ইফতারির আয়োজন এবং আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। তবে তেমন কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com