বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০২:০৫ অপরাহ্ন
সুজানগর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (০৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের স্টাফ সোরহাব হোসেন, সুজানগর উপজেলা আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি টিপু দাস, সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ জুলাই উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি/শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ/ ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী/বাইসাইকেল এবং মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
© All rights reserved 2020 ® newspabna.com