মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন
সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর হাট প্রাঙ্গণে শনিবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাঁতার প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
লাঠি খেলা ও সাঁতার প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
আয়োজক কমিটির সভাপতি হুমায়ন কবীর সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, সাবেক ছাত্র নেতা ইকবাল বাহার।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌফিক হাসান ও সুজানগর প্রেসক্লাবের সাধোরণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতবাড়ীয়া কলেজের (অবঃ প্রাঃ) সহকারী অধ্যাপক মোতাহার আলী বিশ্বাস।
© All rights reserved 2020 ® newspabna.com