রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : অসংখ্য মানুষের ঢলে ঐতিহ্যবাহী সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সদাহাস্যেজ্জল ব্যক্তিত্ব, সবার প্রিয় জয়নাল আবেদীন (বুলবুল) স্যার এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
তিনি সোমবার (০৩ আগস্ট) দুপুর ৩ টার দিকে পাবনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নাল্লিহে………রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ২ ভাই, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন রাত ৯ টায় তার গ্রামের বাড়ী পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় বালিয়াডাঙ্গী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে প্রিয় স্যার জয়নাল আবেদীন বুলবুলের বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক বসির উদ্দিন ও বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ।
বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।জানাজায় ইমামতি করেন বাবর আলী।
উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে প্রথমে দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ এবং পরে ১৯৮৮ সালে সুজানগর এন এ কলেজে যোগদানের মাধ্যমে জয়নাল আবেদীন বুলবুল তার শিক্ষকতা জীবন শুরু করেন।
আগামী ২০২১ সালে শিক্ষকতা জীবন শেষ করে তিনি অবসর গ্রহন করতেন বলে জানান অধ্যক্ষ আলমগীর হোসেন।
পারিবারিক সূত্রে জানাযায় জয়নাল আবেদীনের ৩ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
অপর দুইভায়ের মধ্যে দুলু নামক একভাই কানাডা প্রবাসী এবং অপর ভাই সাইফুল ইসলাম ঢাকায় চাকুরী করেন।
আর তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস জেবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশুনা শেষ করেছেন, মেজো মেয়ে ফাতেমা-তুজ-জহুরা পাবনা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে পাবনা ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের এইচ এস সি ২য় বর্ষে পড়াশুনা করছে।
© All rights reserved 2020 ® newspabna.com